শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী মুহাম্মাদ ফয়জুল করীম আজ বৃহস্পতিবার কাঠালিয়ায় আসছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাঠালিয়া উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকেল ৩টায় উপজেলা মারকাযুন নুর কওমী মাদরাসা মাঠে এ তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা সভাপতি মুফতী বিন ইয়ামিন এর সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি থাকবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, পীর সাহেব আলহাজ্ব মাওলানা আ. জব্বার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল আমিন , হাফেজ মাওলানা সুলতান আহমেদ খান।