সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
ফেনীর দাগনভূঞা মাতভূঁইয়া ইউনিয়নে ৬ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অটোরিকশাচালক রবিউল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাঁকে ওই ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, অটোরিকশাচালক রবিউল নির্যাতিত ওই ছাত্রীকে ভাড়ার মাধ্যমে প্রায়ই মাদ্রাসা থেকে আনা নেওয়া করত। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি নেওয়ার পথে নির্জন স্থানে রিকশা থামিয়ে শিশুকে যৌন নিপীড়ন করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে দ্রুত বাড়ির দরজায় নামিয়ে রিকশাচালক রবিউল পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা তাকে গোসল করাতে নিলে শিশুটির শরীরে ব্যথা অনুভব করলে মায়ের জিজ্ঞাসায় সে ঘটনাটি খুলে বলে।
এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম জানান, ‘মামলার পরবর্তী সময়ে আমরা আসামিকে দ্রুত গ্রেপ্তার করি। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’