বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
”বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” কর্মসূচির উদ্যোগে উপজেলাব্যাপী বিস্তৃত কমিউনিটি ক্লিনিক সমূহে কর্মরত সিএইচসিপি ও কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা পর্ষদ এর সাথে সম্পৃক্ত সভাপতিবৃন্দের অংশগ্রহণে ঝালকাঠির কাঠালিয়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার।
এসময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ডাঃ শামীম জুবায়ের, প্রকল্পের বিভাগীয় প্রতিনিধি ডাঃ ইকবাল আহম্মেদ খান, ডাঃ আহসানুজ্জামান, ইউপি সদস্য মো. আবদুল কাইউম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ রুবেল আহম্মেদ।
আরও পড়ুন : খালে বিষ দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন