বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
জেলা প্রতিনিধি:
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নামছে না ফসলের ক্ষেত ও বাড়ি ঘরের পানি।সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় ঝালকাঠিতে বৈরি আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে । গত তিন দিন ধরে বৃষ্টি অব্যহত থাকায় বিপাকে পড়েছে সব শ্রেণির মানুষ। বুধবার ভোর থেকেই থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টিতে ভোগান্তি বাড়েছে শ্রমজীবি ও অফিসগামী মানুষের। তিনদিনের লাগাতর বৃষ্টিতে প্রায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা।জোয়ারের স্রোতে সেই সাথে দেখা দিয়েছে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের।পানিবন্দি রয়েছে হাজারো মানুষ।প্রতিদিন দু’দফা জোয়ারে প্লাবিত হচ্ছে জেলার ৩০টি গ্রাম।শিক্ষপ্রতিষ্ঠানে পানি ওঠায় কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি।
জেলা শহরে সুগন্ধা পাড়ের নতুনচর ও কলাবাগান এলাকায় অনেক পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। সবচে বেশি দুর্ভোগে বঙ্গপসাগর নিকটবর্তী কাঠালিয়া উপজেলার মানুষ।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার সুগন্ধা, বিশখালি, হলতা ও বাসন্ডাসহ ১১টি নদ-নদীতে জোয়ারের পানি বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভাটায় পানি বিপদ সীমার নীচে নেমে যায়।