বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

কাঠালিয়ার ছৈলার চর পর্যটকের জন্য একটা উপযুক্ত যায়গা : বিভাগীয় কমিশনার

কাঠালিয়ার ছৈলার চর পর্যটকের জন্য একটা উপযুক্ত যায়গা : বিভাগীয় কমিশনার

বার্তা ডেস্ক:

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেছেন কাঠালিয়ার ছৈলার চর পর্যটকের জন্য একটা উপযুক্ত যায়গা। ইতিমধ্যে এই যায়গাটা পর্যটকদের আকৃষ্ট করেছে। ইকো ট্যুরিজম অথবা কমিউনিটি ট্যুরিজম এখন সব যায়গায় গুরুত্ব পেয়েছে। স্থানীয় সম্পদের ব্যবহার করে সেটা করা যায়। আমি চাই এটা একটা ইকোপার্ক হিসেবে গড়ে উঠুক। ইকোপার্কের গুরুত্ব ও মূল বৈশিষ্ট্য হলো এখানে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে রেখে এখানের উন্নয়ন করা।

তিনি আরো বলেন, “ম্যানগ্রোভ বন, নদী, বিল, খাল সবকিছুর সংমিশ্রন। একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য এখানে রয়েছে। গ্রামের আকা-বাকা রাস্তা দিয়ে চরের মধ্যে আসলে মনটা ভালো হয়ে যায়। এটা আসোলেই একটা পর্যটকের জন্য একটা উপযুক্ত যায়গা। ছৈলার চরের চমৎকার পরিবেশটা বজায় রাখার জন্য কয়েকটা দিক কমিউনিকেশন, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এছাড়া ছৈলার চরের উন্নয়নের জন্য আমি সবার আগে সুপরিশ করবো।

গতকাল মঙ্গলবার (০১ ফেব্রæয়ারি)সন্ধ্যায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলার চরে দর্শনার্থীদের জন্য নির্মিত দক্ষিণ হাওয়া, মৌবন ও ছৈলার চরের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বক্তব্য রাখেন সাংবাদিক মো. অব্দুল হালিম ও স্থানীয় যুবক ইমরান হোসেন মুন্না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাশ মুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, মো. মো. মাহমুদুল হক নাহিদ ও মিঠু সিকদার প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana