বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলাতেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা জুড়ে সেনা বাহিনী ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায়ের তারিখ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণার কথা রয়েছে। এদিন ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ডেকে অনলাইনে প্রচার চালাচ্ছেন ক্ষমতাচ্যুত দলটির নেতা–কর্মীরা।
এই কর্মসূচির আগে রাজধানীসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।