বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় এক দলিল লেখককে দলিল লেখানোর কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আহত দলিল লেখকের স্ত্রী মানজিলা জাহান নিপা বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্টান্ডের একটি হোটেলের মধ্যে ওই দলিল লেখকের ওপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত দলিল লেখক জাহিদুল আহসান মিজান (৪৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের সোহেল হাওলাদারের সাথে বিরোধ চলছে দলিল লেখক জাহিদুল ইসলামের। গত বৃস্পতিবার বিকেলে একটি মোবাইল ফোন দিয়ে দলিল লেখানোর কথা বলে উপজেলা সদরে বাসস্টান্ডের মামুনের হোটেলে আসতে বলে। দলিল লেখক ওই হোটেলে গেলে পুর্ব শক্রতার জেরে জাহিদুলকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আসামীরা। এসময় তার সাথে থাকা নগদ এক লক্ষ ষাট হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। আসামীদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানার ওসি মংচেলনা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।