বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে রেডক্রিসেন্ট সোসাইটির দিনব্যাপি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে দিনবর এ ওরিয়েন্টশন অনুষ্ঠিহ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জেলা কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ মাহমুদা আলম মিতু।
উপস্থিত ছিলেন থানার ওসি মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাপস কুমার তালুকদার, উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ণ অফিসার দিপংকর চন্দ্র শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.যোবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ণ অফিসার কামরুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক অফিসার আনোয়ারা বেগম রুবি, নির্বাচন অফিসার মো.আঃ ছত্তার, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার কাদের নুর, প্রোজেক্ট অফিসার আবু মোঃ জুবায়ের, জেলা যুব প্রধান নাঈম খান ও মোঃ রাশেদ। ওরিয়েন্টশনের ৪৫ জন সদস্য অংশ গ্রহন করেন।