বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ার বিণাপাণি বাজারের লোপ-তোষক ব্যবসায়ী(কারিগর) মো. নুরু খলিফা (৬৫) ওরফে লেপ দাদু বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়াগেছে।
শনিবার রাতে নিজ দোকানের সন্নিকটে ভাড়া বাসায় পরিবারের লোকজনের অজান্ত সে কিটনাশক পান করে চেষ্টা করে। পরে তাঁকে উদ্ধার করে সকালে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরু খলিফার ভায়রার ছেলে মো; মনির শরীফ জানান, ব্যবসায়ীক ও পারিবারিক কারণে তিনি অনেক টাকা ঋণ হয়েছিলেন। বিশেষ করে বিভিন্ন এনজিও’ র কিস্তির টাকা দিতে না পরায় কয়েকদিন ধরে তিনি প্রচন্ড মানুষিক চাপে ছিলেন। কারণ দোকানে তেমন বেচাকেনা ছিলো না।
বিনাপাণি বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বিশ্বাস জানান, নুরু খলিফার বাড়ি বেতাগী উপজেলার রাণীপুর গ্রামে।
গত ১০/১২ বছর ধরে সে বিণাপাণি বাজারে লেপ তোষকের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। লোক হিসেবে ভালো ছিলেন। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।