মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গুঁড়িয়ে দেওয়া যুদ্ধবিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু–৩০ ও একটি মিগ–২৯। রাফাল ফ্রান্সে তৈরি হলেও সু–৩০ ও মিগ–২৯ সোভিয়েত আমলের রুশ প্রযুক্তিতে নির্মিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর হাতে ৩৬টি রাফাল রয়েছে। নতুন যুদ্ধবিমানগুলো যুক্ত হলে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এই চুক্তির আর্থিক পরিমাণ প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার। নয়াদিল্লি সামরিক আধুনিকায়নের কৌশলের অংশ হিসেবে এই রাফালগুলো দাসোঁ এভিয়েশন থেকে সংগ্রহ করছে। এগুলো ভারতের নিজস্ব বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে। রাশিয়ান মিগ-২৯-এর স্থলাভিষিক্ত হিসেবেও নতুন রাফালগুলোর কথা ভাবা হচ্ছে।