মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া চারারহাট মাঠে ঈদ উপলক্ষে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ একত্রিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত ৮টি ঘোড়া অংশ নেয়।
এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মো. মহসিন হাওলাদার, দ্বিতীয় স্থান অর্জন করে মো. এনায়েতে হোসেন ও তৃতীয় স্থান অর্জন করে মো. আলী হোসেনের ঘোড়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।