শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
কাঠালিয়ার আমুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে জামায়াতে ইসলামী আমুয়া ইউনিয়ন শাখা এ ক্যাম্পের আয়োজন করে।
জামায়াতের আমুয়া ইউনিয়ন আমীর মাষ্টার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে আমীর মাষ্টার মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদুর রহমান।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন ইস্পাহানী ইসলামিয়া আই ইনষ্টিটিউট এন্ড হসপিটাল কতৃক পরিচালিত চক্ষু চিকিৎসা কেন্দ্র কাঁঠালিয়ার ডা. মো. রোকন উজ্জামান । ক্যাম্পে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।