রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ঘরে ঢুকে এক নারী মাছ ব্যবসায়ীকে শ্বাস’রোধ করে হ’ত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাজনেহার বেগম তাজু (৪৫) নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজনেহার বেগম তাজু কাঠালিয়া বাসষ্ট্যান্ডে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের মৃত্যু মেরাজ আলী হাওলাদারের মেয়ে। সে দুই মেয়ে ও দুই পুত্র সন্তানের জননী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা।
নিহতের মা রাশেদা বেগম, ছেলে রাব্বি ও স্থানীয়রা জানায়, তাজনেহার বেগম তাজু বিভিন্ন এলাকা থেকে মাছ সংগ্রহ করে কাঠালিয়া বাসষ্ট্যান্ডে বিক্রি করতেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাছ বিক্রি করে বাসষ্ট্যান্ডের ভাড়া বাসায় যায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে তার বৃদ্ধা মা রাশেদা বেগম দক্ষিন কৈখালীর বাড়ী থেকে কাঠালিয়া বাজারে এসে মেয়েকে খুজে না পেয়ে তার বাসায় যান। এসময় বাসার দরজা খোলা এবং ঘরের মেজেতে ওড়না পেছানো অবস্থায় তাজনেহারকে পরে থাকতে দেখে ডাক চিৎকার দেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। নিহত তাজনেহারের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে ব্যাংক থেকে তোলা লোনের টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান তার মা রাশেদা বেগম।
থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, নিহত তাজনেহারের লাঁশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।