শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

৮ সেপ্টেম্বর সমাবেশের সিদ্ধান্তে অনড় কারাবন্দি ইমরান

৮ সেপ্টেম্বর সমাবেশের সিদ্ধান্তে অনড় কারাবন্দি ইমরান

ব্যাপক ধরপাকড়, কার্যালয়ে পুলিশি তল্লাশি, শীর্ষনেতাদের আত্মগোপনে ছত্রভঙ্গ অবস্থায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কিন্তু এরপরও আগামী ৮ সেপ্টেম্বরের ঘোষিত সমাবেশ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা জেলবন্দি ইমরান খান।

দেশের জনগণকে ৮ সেপ্টেম্বর ইসলামাবাদে দলের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে সমাবেশে যোগদানে কোনো বাধা আসলে তা প্রতিহত করারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার আদিয়ালা জেলের অভ্যন্তরে দুর্নীতির মামলার শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইমরান। আলাপকালে সন্ত্রাসবাদের নিন্দা করে তিনি বলেছেন, এটি দেশের ক্ষতি করছে। ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশ নির্ধারিত সূচি অনুযায়ী হবে। আমি সমগ্র জাতিকে ৮ সেপ্টেম্বর বের হয়ে আসতে বলছি। সেদিন কোনো ধরনের বাধা বরদাস্ত করবেন না বলেন তিনি।

কয়েকদিন ধরে পাকিস্তানের গণমাধ্যমে বলা হচ্ছিল, আত্মগোপনে থাকা শীর্ষনেতাদের জনসমক্ষে বের হওয়ার নির্দেশ দিয়েছেন ইমরান খান। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনই প্রকাশ্যে না আসতে পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় আত্মগোপনে থাকা নেতাদের এখন বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। – খবর ডনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana