রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

৭৬ আইন কর্মকর্তার পদত্যাগ

৭৬ আইন কর্মকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৬ প্রসিকিউটর পদত্যাগ করেছেন। সোমবার এ দুটি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন। এর আগে, বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পর্যায়ক্রমে পদত্যাগ করেন।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন ছয় প্রসিকিউটর। তারা হলেন- মো. শাহিদুর রহমান, আলতাব উদ্দিন আহমেদ, আবুল কালাম, জাহিদ ইমাম, শেখ মুশফিক কবির ও রেজিয়া সুলতানা চমন।

চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইন সচিবের কাছে ছয়জন প্রসিকিউটর পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana