শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে কাঠালিয়ায় আলোচনা ও দোয়া

২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে কাঠালিয়ায় আলোচনা ও দোয়া

বার্তা ডেস্ক:

২১ আগস্ট ২০০৪ সালে তৎকালীন মৌলবাদী বিএনপি-জামাত জোট সরকারের মদদপুষ্ট উগ্র জঙ্গি গোষ্ঠী কর্তৃক আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নাটকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও সকল শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। আজ রোববার সন্ধ্যায় উপজেলা সদরের আমানত অফিসের সভাকক্ষে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন (এমপি)। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার।

এ সময় বক্তব্য রাখেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম ইসলাম কবির সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আওয়ামীলীগ নেতা সিকদার মো. কাজল, উপজেলা শিক্ষক সমিতির নেতা এমএম তারিকুজ্জামান, তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যাপক মো. ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, জিয়া মীরবহর, শহীদ গোলদার, মো. আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন উজ্জ্বল, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার। পরে ২১ আগস্টের শাহাদত বরণকারী ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. দেলোয়ার হোসেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana