শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

হঠাৎ গ্রামের ইটভাটায় হেলিকপ্টার অবতরণ, উৎসুক জনতার ভিড়

হঠাৎ গ্রামের ইটভাটায় হেলিকপ্টার অবতরণ, উৎসুক জনতার ভিড়

হঠাৎ গ্রামের ইটভাটায় হেলিকপ্টার অবতরণ, উৎসুক জনতার ভিড়

ডেস্ক রিপোর্ট:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খোলাবাড়ি এলাকার একটি ইটভাটায় হঠাৎ করে নীল রঙের একটি হেলিকপ্টার অবতরণ করে। এদিকে হঠাৎ করে গ্রামের ইটভাটায় হেলিকপ্টার অবতরণের খবরে এলাকার উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি রংপুর যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জরুরি অবতরণ করে। আধা ঘণ্টা অবস্থানের পর হেলিকপ্টারটি গন্তব্যে যাত্রা করে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি অবতরণ করে। আধা ঘণ্টা পরেই হেলিকপ্টারটি রংপুরের উদ্দেশে যাত্রা করে।

আরও পড়ুন : গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় কলেজ ছাত্র উদ্ধার

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল চারটার দিকে হঠাৎ করে একটি হেলিকপ্টার খোলাবাড়ি এলাকার ফুট মিয়ার ইটভাটায় অবতরণ করে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। পরে রংপুরের দিকে চলে যায়।

খোলাবাড়ি এলাকার বাসিন্দা সুজা মিয়া জানান, হঠাৎ করে সাদা ও নীল রঙের একটি হেলিকপ্টার ভাটায় অবতরণ করে। আকাশ খারাপ হওয়ায় হেলিকপ্টারটি থেমেছিল বলে তিনি শুনেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana