সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

ঝালকাঠি প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় গরীব রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও সিএমএইচ বরিশাল এর আয়োজনে রাজাপুর সরকারি কলেজ প্রাঙ্গনে সোমবার মেডিক্যাল ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অন্তর্গত বরিশাল এরিয়ার ক্যাপ্টেন সানজিদা ইয়াসমীন এর নেতৃত্বে (১৬ আগষ্ট) সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী রোগী দেখেন সিএমএইচ বরিশালের চিকিৎসক মেজর তোফায়েল, মেজর কায়সার, মেজর মাহফুজা। সকল রোগীদের চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করেছে তারা।
দুপুরে মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম, সামরিক হাসপাতাল বরিশালের অধিনায়ক এস এম বেলাল উদ্দিন।
সেনাবাহীনির চিকিৎসা পরামর্শ পেয়ে খুশি উপকারভোগীরা। গালুয়া গ্রামের মোনতাজ ব্যাপারী (৫৫) বলেন, “গত বছর আর্মির ওষধ খাইয়া শরীরডা ভালো ঠেকঠি, হেইয়ার লইগ্যা এফিরগো আবার আইছি”। সুক্তাগর থেকে আসা লিলুফা বেগম (৩৫) বলেন, “আমার পোলায় কাইলগো হোনছে এহানে আর্মির ডাক্তার আইবে,  সকালেই মুই আইয়া পেরথোম সিরিয়ালে দেহাইছি, ঔষধ দিছে টাকাও নেয়নাই”। সদর উত্তমপুর গ্রামের  বারেক ফরাজি বলেন, “করোনার পানে স্বাস্থ্যকেন্দ্রে গেলে ভালো মতো দেহেনা, সেনাবাহিনীরা খুব সুন্দার মতো দেখইখ্যা ওষধ দিছে। আর কইছে ঠিকমতোন ঔষধ খাইলে আর আল্লাহ চাইলে হফালে সুস্থ্য হইয়া যামু”।
এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে আগষ্ট থেকে নভেম্বর পর্যন্ত বরিশাল এরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনামুল্যে গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana