সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
আজ ২৯ জুন, ২০২২ বুধবার সকাল ১১টায় ইংরেজি ভার্সনে পরিচালিত ‘জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ’ কলেজ রো, বরিশাল এর ‘নীলা অডিটোরিয়াম’ – এ এক সভায় সিলেটের বন্যা কবলিত দুর্গতদের সাহায্যার্থে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিষ্ঠান থেকে ৮১,৫৪০/- টাকার চেক বরিশালের জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার এর হাতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সালেহ এম শেলী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট লিপি সরকার, প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীদের ইংরেজিতে প্রাঞ্জল বক্তৃতায় জেলা প্রশাসক উৎফুল্ল ও বিস্ময় প্রকাশ করেন। বিশেষ ভাবে শিক্ষার্থীদের আর্তমানবতার সেবা দানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাশেষ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ এম শেলী জেলা প্রশাসক মহোদয়কে নিজে প্রতিষ্ঠানে এসে আর্তমানবতার সেবায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের দানের অর্থ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।