মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির (এডহক) সম্মানিত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. মোশারফ হোসেন।
তিনি দৈনিক যুগ যুগান্তর পত্রিকার কাঠালিয়া প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশায় সুদীর্ঘকাল ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি সমাজসেবায় রয়েছে তার বিশেষ অবদান। গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুছ ছত্তার মিয়া স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে তাকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।
মো. মোশারফ হোসেন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সংরক্ষিত (১, ২, ৩) ওয়ার্ডের নারী ইউপি সদস্য শাহনাজ পারভীন এর স্বামী এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হোসেন এর ছোট ভাই। ব্যক্তি জীবনে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত।
তার এই মনোনয়নের খবরে এলাকায় আনন্দের ছোঁয়া লাগে। সাংবাদিক মহলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে মাদ্রাসাটি আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে।