শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শোক বার্তা:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফেডারেশনের সভাপতি, ঢাকার পূর্ব শেওরাপাড়া সৈয়দ আশ্রাফ আলী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের গভানিংবডির স্থায়ী সদস্য, শেওরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, ব্যবসায়ী ও কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাজী আলমগীর হোসেন (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকাল ৭টায় জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
মৃতের ভাই অলাউদ্দিন শামীম জানান, কিছুদিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়। রোববার সকাল ৭টায় চিকিসৎধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের প্রথম নামাজে জানাজা রোববার ঢাকার শেওরাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার তার নিজ বাড়ি কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।