মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

শোকে ভরা আগস্ট : খাইরুল আমিন ছগির

শোকে ভরা আগস্ট : খাইরুল আমিন ছগির

শোকে ভরা আগস্ট

আগস্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস ।
জাতির জনকের জীবন নিয়ে বাঙ্গালির করলে সর্বনাশ।
১৯৭৫ এর ১৫ই আগস্ট গভীর রাতে,
বঙ্গবন্ধুর পরিবারের যারা ছিল সাথে,
মেরে ফেলে ঘাতকের দল করলো উপহাস।
আগস্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস।।

ছাড়লো না ঘাতক অন্তঃসত্তা ও শিশু রাসেল কে,
জাতির আপন শ্রদ্ধাভাজন বঙ্গমাতাকে।
মেরে ওরা বিশ্বের কাছে করছে তা প্রকাশ।
আগস্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস ।।

স্বাধীনতার মহান স্থপতির লোমহর্ষ অকাল মৃত্যুর সংবাদে,
বিদেশ বসে তার ত্বনায়াদ্বয় নিরুপায় হয়ে অঝর ধারায় কাঁদে
এ মৃত্যু দ্বারা রাজাকাররা সৃষ্টি করলো বাঙালির কলঙ্কময় ইতিহাস।
আগস্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস।।

৭৫ এর ১৫ই আগস্ট বাঙালি জাতি এতিম হলাম,
শোকে শোকাহত হয়ে মুজিব বর্ষ পার করলাম।
আজও র্নিমূল হয়নি ঘাতকদের বিষাক্ত নিশ্বাস,
আগস্ট তুমি শোকে ভরা, জীবন কেড়ে নেয়ার মাস।।

লিখেছেন : সাংবাদিক খাইরুল আমিন ছগির
কাঠালিয়া, ঝালকাঠি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana