সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু চেয়ে ছিলেন সুখী সমৃদ্ধশালী বাঙালী জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী বাঙালী জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর বুকে বাঙালী জাতিকে প্রতিষ্ঠিত করেছেন। একটি দেশের জনগণের সরকারের কাছে চাহিদা থাকে পাঁচটি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই পাঁচটি জিনিসের নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে ঐতিহাসিক বিজয় সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফাতিমা খানম, ইউএনও সুফল চন্দ্র গোলদার, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, মো. মিঠু সিকদার, মো. মাহমুদুল হক নাহিদ, হারুন অর রশিদ প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করতে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ শতশত নারী-পুরুষ সমবেত হন।