বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের কামড়ে বিষধর গোখরা সাপের বাচ্চা মারা গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এমনি এক অবাক করা ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিল পাড়ায়। সৌভাগ্যক্রমে শিশুটিও সুস্থ আছে। শিশু জান্নাতুল ফেরদৌস
একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।
শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে মধ্যে খেলছিল জান্নাতুল। এক পর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকে দেখানো হয়েছে।