সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
দেশের বর্তমান পরিস্থিতির সর্বাত্মক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির, আশ্রম পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বৃহস্পতিবার (০৮ আগষ্ট) দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন মন্দির, আশ্রম পরিদর্শন করেন এবং সর্বস্তরের জনসাধারণ সাথে মতবিনিময় সভা করেন।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার মুন্সীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকায় আন্দোলনে নিহত উপজেলার কৈখালীর শিক্ষার্থী রাকিবুল ইসলাম বুলেট ও উপজেলার জমাদ্দার হাটের নিহত সুজন খানের বাড়িতে গিয়ে নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন।
কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে উপজেলার সর্বাত্মক শান্তি শৃঙ্খলা সুষ্ঠ ও স্বাভাবিক রাখার জন্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধর্মীয় উপাসনালয়ে পাহাড়া দিবেন। এক শ্রেণির দুষ্কৃতিকারীরা অপকর্ম করার প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে এক হয়ে দেশের সম্পদ, জনতার সম্পদ, জান-মালের নিরাপত্তায় কাজ করতে হবে।