বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকারীরা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে সড়কের উপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল ও অবরোধ করে।
এসময় কাঠালিয়া, ভান্ডারিয়া, আমুয়া, রাজাপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস ট্রাকসহ অনেক পরিবহন আটকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঘন্টাব্যাপি এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারন সম্পাদক মো. আসাদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম মাহমুদ, ছাত্রদল নেতা বায়েজেদুর রহমান শান্ত, মো. তালাশ আকন, মো. সালমান, মো. প্রিতম মুন্সী, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মো. মাজেদ প্রমূখ।
অবরোধকারীরা জানান, ওসমান হাদির হত্যাকারীদের অতিদ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।