বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা একজনের দুই বছর কারাদণ্ড

র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা একজনের দুই বছর কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধিঃ
২০১১ সালে র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জল হোসেন আকন (৬০) কে পিটিয়ে হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করার অভিযোগ প্রমানিত হওয়ায় ইব্রাহিম হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৯সেপ্টেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ে অপর ৫ আসামীকে খালাশ প্রদান করা হয়। আদালতে রাস্ট্র পক্ষের কৌসুলি এপিপি এডভোকেট এম.এ জলিল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে সাজাপ্রাপ্ত মোঃ ইব্রাহিমের নেতৃত্বে ৫/৬ জন লিমনের বাবা মোঃ তোফাজ্জেল হোসেন আকনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তোফাজ্জেলকে পিটিয়ে রক্তাক্ত হাড়ভাঙ্গা জখম করে। এতে তোফাজ্জেলের একটি বাহু ভেঙ্গে যায়। এ ব্যাপারে ঘটনার পরের দিন লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করে। রাজাপুর থানার এস.আই মাইনউদ্দিন মুন্না ২০১৯ সালের ২৭ মে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে সোমবার এ রায় ঘোষণা করে।
মামলার বাদী লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম বলেন, আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করতেই ২০১১ সাল থেকে ইব্রাহিম আমাদের পেছনে লেগে আছে। সে র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতো। ২০১১ সালের ২৩ মার্চ এই ইব্রাহিম র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে আমার ছেলে লিমনকে গুলি করায়। আল্লাহর কাছে হাজার শোকর এতদিন পর হলেও কিছু একটা বিচার পেয়েছি।
উল্লেখ্য র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে সাভার গণবিশ্বিবিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana