ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫আগষ্ট) সকাল ১০টায় রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্বে রাজাপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ খাইরুল আলম সরফরাজ, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভুমি) অনুজা মন্ডল, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান প্রমূখ।
সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র জীবনীর উপর স্মৃতিচারণ করেন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com