রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতির পদ সহ দলীয় সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন তাজুল ইসলাম স্বপন মৃধা।
শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি পদত্যাগ করেন। রোববার (২৮ জুলাই) দুপুর বারোটার দিকে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।
তাজুল ইসলাম স্বপন মৃধা উপজেলার গোপালপুর গ্রামের আঃ মান্নান মৃধার ছেলে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিগত ১ বছর আগে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে আমাকে দায়ীত্ব দেওয়া হয়েছিলো। আমার শারীরিক অসুস্থতা, পারিবারিক বিভিন্ন সংকট ও অসুস্থ্য বাবাকে সময় দেওয়া সহ নানা সমস্যা থাকায় সংগঠনের কোন কার্যক্রমে সময় দিতে পারিনা বিধায় সংগঠনের সভাপতির পদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্তমানে ও ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সহ কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবো না।’