মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র কনভেনশন সেন্টারের অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ আল আমিন। ইসলামিা যুব আন্দোলন রাজাপুর উপজেলা কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ ক্বারী মাও. ইব্রাহীম আল হাদী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম আকন, হাফেজ মাওলানা বায়েজিদ ফরাজী, মো. আমীরুল ইসলাম, মো. ইসহাক বিন আ: আউয়াল, হাফেজ আ: কাইউম আশরাফী, মাও. মিজানুর রহমান, আবু নাইম, হাফেজ আ: কাইউম, মো. নেয়ামত উল্লাহ ও মো. মহিউদ্দিন সিকদার প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ক্বারী মাওলানা মো. তাওহীদুল ইসলাম।