ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট পড়তে চাপ দেয়ায় পরিবারের ওপর অভিমান করে রবিউল হাওলাদার (১১) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার কেওতা এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল কেওতা এলাকার মো. রুবেল হাওলাদারের ছেলে ও ১৯ নং কেওতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
রবিউলের খালা রাবেয়া আক্তার জানায়, বিকালে রবিউলকে প্রাইভেট পড়তে যেতে চাপ দেয় তার মা তুলু বেগম। রবিউল প্রাইভেটে না যাওয়ার জন্য মায়ের সাথে খারাপ আচরন করে। এ সময় রবিউলকে তার বাবা ভকাবকি করে। তাদের ওপর অভিমান করে বাড়ির পিছনে গিয়ে একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রবিউল। স্থানীয়রা দেখে পরিবারকে খবর দিলে তারা ঝুলন্ত অবস্থা থেকে রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তাফ কামাল বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে। আগামিকাল সোমবার সকালে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হবে।