ঝালকাঠির রাজাপুরে খালের পানিতে ডুবে সুমাইয়া নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ঐ এলাকার মোঃ সুমন হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ না দেখে খোঁজাখুজি করে সবাই। পরে বাড়ির সামনে খালে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছারা তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com