শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

রাজাপুরে নিখোঁজের ছয়দিন পরে দুই স্কুল ছাত্রী উদ্ধার, প্রেস ব্রিফিং

রাজাপুরে নিখোঁজের ছয়দিন পরে দুই স্কুল ছাত্রী উদ্ধার, প্রেস ব্রিফিং

রাজাপুরে নিখোঁজের ছয়দিন পরে দুই স্কুল ছাত্রী উদ্ধার, প্রেস ব্রিফিং

বার্তা ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ছয় দিন পরে দুই স্কুল ছাত্রী ৯ম শ্রেনীতে পড়ুয়া সানজিদা আক্তার মীম ও ৭ম শ্রেনীতে পড়–য়া মারিয়া ইসলাম শিমু’কে উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় প্রেস ব্রিফিং করেছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো ঃ মাসুদ রানা।প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, ৪ জুলাই বিকেলে দুই স্কুল ছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের পরে ৫ জুলাই রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটা সংগ্রহ করে ঢাকার একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করে রাজাপুরে নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার দুপুরে দুই স্কুল ছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা আরো জানায় কিছুদিন ধরে রাজাপুরে ঘটে যাওয়া ধর্ষণ সহ বিভিন্ন ঘটনায় অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana