ঝালকাঠির রাজাপুরের পুখরিজানা গ্রামের মিরাবাড়ি এলাকার শাহ আলম খানের ছেলে প্রবাসী সুমন খানের ধানী জমির মাটি কেটে নেয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিফার বিরুদ্ধে। বুধবার দুপুরে প্রবাসী সুমন খানের স্ত্রী ফারিয়া সুমন ইলা অভিযোগ করেন, রাস্তায় মাটি দেয়ার জন্য পশ্চিম ও দক্ষিণ পাশ থেকে মাটি না নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শুধু পূর্ব পাশের ধানীজমি কেটে মাটি নিয়েছে। তাদের ১৪ শতাংশ জমি থেকে রাস্তা সংস্কারের নামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিফা প্রায় ৪০ জন শ্রমিক দিয়ে জোর করে এলোমেলোভাবে মাটি কেটে নেয়ায় চাষাবাদে সমস্যায় পড়তে হবে। এর আগেও দেলোয়ার খলিফা রাস্তা সংষ্কারের নামে ওই জমি কেটেই একটা গভীর ডোবা কেটেছিলো। এ ঘটনায় প্রবাসী সুমন খানের স্ত্রী ফারিয়া সুমন ইলা মঙ্গলবার রাজাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিজা জানান, ওইখানে একটি ডোবা থাকায় তার পাশ থেকে মাটি কেটে রাস্তার জন্য আনা হয়েছে। ৪০ জন শ্রমিকরা কাজ করেছে, হয়তো একজায়গা থেকে একটু বেশি কেটে ফেলেছে। রাজাপুর থানার এএসআই কাসেম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২