ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন উপস্থিত থেকে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউল্লাহ বাহাদুর, প্রানীসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদারসহ ছয় ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত ৪৩টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে উন্নত মানের প্রাণিসম্পদ প্রদর্শিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে উন্নত জাতের গাভি বকনা, ষাড়, উন্নত জাতের ছাগল, ভেরা, মহিস, হাঁস-মুরগী, কবুতর, সৌখিন পাখি, টারর্কি সহ বিভিন্ন আকর্ষনীয় প্রাণি প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে সনদসহ পুরস্কার বিতরণ করা হয়।