বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ঝালকাঠির রাজাপুরে নিবন্ধিত সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জেলেদের হাতে বকনা গরু তুলে দেন অতিথিরা। ইউএনও নুসরাত জাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য (ভার্চুয়ালী) রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ঝালকাঠি-১ আসনের সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বাংলার মানুষকে ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরুপ উপজেলার বাছাইকৃত ১৫ জেলের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছে।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন প্রান্তিক নিবন্ধীত জেলের মাঝে ১টি করে গরু বিতরণ করেন।