সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আইয়ুব আলি হাওলাদরের ছেলে মজিদ হাওলাদার (৬০)কে ও প্রতিবেশী আঃ গনি মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৫০) কে জমাজমির বিরোধের জেরে তার ছোট ভাই ও ভাইয়ের ছেলেরা মঙ্গলবার দুপুরে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রথমে আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং শহিদুল ইসলামের ডান হাতের রগ ও হাড় কেটে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, বিরোধিয় জমিতে মজিদ হাওলাদার ঘর নির্মান করতে গেলে তার ছোট ভাই খলিল ও তার ছেলে মাইনুল এবং সাইদুল ও তার ছেলে নাইম দাও ও লাঠি দিয়ে মজিদের মাথায় কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। এসময় প্রতিবেশী শহিদুল ইসলাম মারামারি থামাতে গেলে তাকেও তার ডান হাতে কুপিয়ে জখম করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারিদের ফোন বন্ধ থাকায় থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।