বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

রাজাপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজাপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজাপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সজীব এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা খাতুন, সহকারী শিক্ষক জাকির হোসেন, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সজীব, সহ-সভাপতি অপু, সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক, অর্থ সম্পাদক জাহিদুল হক জাহিদ, ওয়ার্ড ছাত্রদলের সলেমান, আহাদুল, মোস্তাকিক, রেদোয়ান, কায়েফ, সিয়াম, নেসারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সজীব শিক্ষার্থীদের হাতে ঔষধি গাছ উপহার দেন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে পরিবেশবান্ধব কাজে যুক্ত করতে আমরা প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে আসছি। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে এবং পরিবেশ রক্ষায় আরও সচেতন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana