শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

রাজাপুরে চালু হলো কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি

রাজাপুরে চালু হলো কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি

রাজাপুরে চালু হলো কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চালু হয়েছে কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি। শনিবার (১৬নভেম্বর) সকালে উপজেলা চত্বরে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদারসহ অনেকেই।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক তাদের উৎপাদিত পন্য বিক্রির জন্য স্বস্তির বাজারে নিয়ে আসেন। ক্রেতারাও তুলনামূলক কমদামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, লাগামহীন দ্রব্যমূল্যের হাত থেকে জনসাধারণকে স্বস্তি দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে। এখানে সবজি, ডিম, মাছসহ বিভিন্ন নিত্যপন্য সূলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সরাসরি কৃষক তার পন্য ভোক্তাদের কাছে বিক্রি করবেন। তাই পন্যের দাম তুলনামূলক বাজারের থেকে কম হবে এবং বাজার সিন্ডিকেট ভেঙে পন্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

ক্রেতারা জানান, এখানে কিছু পন্যের দাম অন্য বাজারের থেকে কিছুটা কম। আবার কিছু পন্যের দাম অন্য বাজার গুলোর মতোই। তবে কৃষক যদি নিয়মিত তাদের পন্য নিয়ে আসেন তাহলে দাম আরও কমবে। আমরা চাই এটা চালু থাকুক। সিন্ডিকেট ভাঙতে এই বাজারের প্রয়োজনীয়তা আছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ জানান, সিন্ডিকেট ও জনভোগান্তি দূর করার জন্য কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিতে এই বাজার চালু করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana