বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে এক সন্তানের জননীকে (২২) জোড় পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পুখরীজানা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে একই এলাকার আ: ছালাম খলিফার ছেলে আ: রহমান খলিফা (২৪) সহ তিন জনকে আসামী করে গত বুধবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন। মামলা নং (১৩৬/২২)।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ আগষ্ট) ওই গৃহবধু তার বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে গুমিয়ে ছিলেন। এ সময় ভোর সাড়ে ৫ টার দিকে আ: রহমান খলিফা শুকৌশলে ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোড় পূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের চিৎকার ও দস্তাদস্তির শব্দ শুনে পাশের রুমে থাকা ভিকটিমের অন্তসত্বা বোন ভিকটিমের রুমে আসলে বখাটে আ: রহমান দ্রæত ঘরের বাহিরে বের হয়ে যায়। ভিকটিমের বাবা-মা বিষয়টি আ: রহমানের বাবা মায়ের কাছে বলতে গেলে এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বখাটে আ: রহমান ও তার বাবা মা ভিকটিমের অন্তসত্ত¡া বোন সহ তাদের উপর হামলা চালায়। এতে সাত মাসের অন্তসত্ত¦া নারীর পেটে আঘাত পেলে মাটিয়ে লুটিয়ে পরে ওই নারী। তাৎক্ষনিক স্থানীয়রা সহ তার বাবা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয় অন্তসত্ত¡া ওই নারীকে।
মামলা সূত্রে আরও জানা যায়, বখাটে আ: রহমান প্রায়ই ভিকটিম ওই গৃহবধুকে ডিষ্টার্ব করতেন এবং কু-প্রস্তাব দিতেন।