মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

রাজাপুরে আশ্রয়ন প্রকল্পে বিভাগীয় কমিশনারের শীতবস্ত্র বিতরণ

রাজাপুরে আশ্রয়ন প্রকল্পে বিভাগীয় কমিশনারের শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ৫০জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজাপুরের বড় কৈবর্তখালী আশ্রয়ন প্রকল্পে-১ এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, রাজাপুর (ভুমি) অফিসার আনুজা মন্ডল, রাজাপুর থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা পুলক চন্দ্র রায়, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন তালুকদার প্রমূখ।

এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম আশ্রয় প্রকল্পের মানুষদের উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জমি দিয়েছে ঘর দিয়েছে যেটা অনেকের কাছে স্বপ্নের মতো ছিল যা এখন বাস্তব। আর এই স্বপনটা এখন বড় করতে হবে আপনাদের। আর এজন্য আপনাদের প্রত্যেকের সন্তানকে স্কুলে পাঠাতে হবে তারা বড় হয়ে শিক্ষত হলে ঘুছেযাবে আপনাদের দুঃখ কষ্ট। তবেই সার্থক হবে শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের উদ্দেশ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana