মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আলোকিত সামাজিক ও সেচ্ছাসেবী সংস্থার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজাপুর সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপন এর মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল আলম বাবুল, প্রভাষক মোঃ মতিউর রহমান খান বাদল ৷
এছাড়াও উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক ও সেচ্ছাসেবী সংস্থার সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সিকদার, কার্য নির্বাহী সদস্য মোঃ শাকিল মাহমুদ মুন্না, মোঃ ইয়াছিন সিকদার, সদস্য বায়েজীদ, মোঃ আল মামুন খান প্রমুখ। এর পরে দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক জলিলুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র, সহকারী শিক্ষক মন্জুরা, ফারজানা আক্তার। উপস্তিত ছিলেন আলোকিত সামাজিক ও সেচ্ছাসেবী সংস্থার সহ সভাপতি আবির আহমেদ রানা সহ সংস্থার সদস্যরা।
এ বিষয়ে সংস্থার সহ-সভাপতি আবির আহমেদ রানা ও মোঃ সাইদুল ইসলাম বলেন, আলোকিত সামাজিক ও সেচ্ছাসেবী সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচি চলমান থাকবে।