মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
বাংলাদেশের রাজনীতি এখন ব্যবসায় পরিনত হয়েছে। ফলে যতখন পর্যন্ত রাজনীতিকে এই ব্যবসায়ীদের হাত থেকে আমরা তুলে না আনতে পারবো এবং সেবামূলক কাজে প্রতিষ্ঠা করতে না পারবো, ততখনে শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান কামালের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের গভানিং বডির সভাপতি অধ্যাপক মো. রুস্তুম আলী খান।
সাবেক প্রধান শিক্ষক মো. হারুন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আলি জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক সাম, ব্যবসায়ী মো. শানু জমাদ্দার, ওয়ার্কার্স পার্টির কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মো. আলী হায়দার প্রমূখ। পরে বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান কামালের রুহের মাকফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।