সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রাম থেকে মোঃ ফাহিম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে বুধবার (৯ই মার্চ) দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ওই গ্রামের ইমান আলীর ছেলে ফাহিম অভাবের সংসারে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় থানা পুলিশ নিহত ফাহিমের লাশ উদ্ধার করে।
থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।