শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় কাঠালিয়ায় উপজেলায় গৃহহীন ও ভূমিহীন কোন পরিবার না থাকায় এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার।
কাঠালিয়া উপজেলায় প্রথম ধাপে-৫০, দ্বিতীয় ধাপে-৩২৮ এবং তৃতীয় ধাপে-৯৯ জনসহ মোট ৪৭৭ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ গৃহ প্রদান করা হয়।