শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে লাউড়েরগড় ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাহিদাবাদ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।
বিজিবি জানায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্ব একদল বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিত টের পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন : সংস্কারের আগে নির্বাচন চান না অলি, করলেন ৮৩ সুপারিশ
স্থানীয় এলাকাবাসীরা জানান, আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা ইলিশ মাছ পাই না। আর চোরাকারবারি দেশের সম্পদ বিদেশে পাচার করছে বেশি টাকা লাভের আশায়। এদের আইনের আওতায় আনা প্রয়োজন।
এবিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। এছাড়াও মাদক, চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেওয়া হবে না।