সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে নলছিটিতে

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে নলছিটিতে

ঝালকাঠি প্রতিনিধিঃ

‘নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী’- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পালন করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
এ উপলক্ষে বুধবার(১৫মার্চ) বেলা ১১টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো:সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকতা জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে বক্তব্য দেন,আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজর বদরুল আমীন, সাংবাদিক মো: শাহাদাত হোসেন মনু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার প্রমুখ।
উলে­খ্য ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য দেন। ঐতিহাসিক দিনটির স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে আসছে। সারা বিশ্বের ভোক্তা সংগঠনগুলোর ফেডারেশন কনজ্যুমার ইন্টারন্যাশনাল (সিআই) ভোক্তা অধিকার প্রচারণার একমাত্র সংগঠন। বিশ্বের ২৫০টি দেশ এ সংগঠনটির সদস্য। বাংলাদেশের একমাত্র ও শীর্ষস্থানীয় ভোক্তা সংগঠন ‘কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’ কনজ্যুমার ইন্টারন্যাশনাল’র পূর্ণাঙ্গ সদস্য।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana