ঝালকাঠি প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির রাজাপুরের হঠাৎ বিশখালী নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের কবলে পরেছে ছয়টি দোকানঘর। এদের মধ্যে একটি মুদীমনোহারি, একটি ঋষি ও বাকি গুলো চায়ের দোকান ছিল।
সোমবার (১২সেপ্টেম্বর) রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বিশখালী নদী সংলগ্ন বাদুরতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো নাসির হাওলাদার, জুয়েল শরীফ, শাহজাহান শরীফ, জামাল হাওলাদার, আবু খলিফা ও বাবুল ঋষি।
স্থানীয় মো. রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ বিশখালী নদীতে ভাঙ্গন দেখা দেয়। এতে দোকান মালিকরা ঐ ভাঙ্গন এলাকা থেকে তাদের ছয়টি দোকানঘরসহ মালামাল সরিয়ে নেয়। পরে ঐ স্থানের সমতল ভূমি নদী গর্ভে বিলিন হয়ে যায়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেছি তাদের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।