মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

বরিশালের এয়ারপোর্ট এলাকা থেকে ৫৯৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের এয়ারপোর্ট এলাকা থেকে ৫৯৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি:

বরিশালের এয়ারপোর্ট এলাকা থেকে ৫৯৯ পিস ইয়াবাসহ আজম হাওলাদার(৩৬) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে  র‌্যাব-৮, বরিশাল। আজ বুধবার সকাল ১০টার বরিশালের এয়ারপোর্ট এলাকায় র‌্যাবের আভিযানিক দলটি মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককৃত আজম হাওলাদার মুলাদী থানার কাজীরচর গ্রামের মোঃ মালেক হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল মহানগরীর এয়ারর্পোট থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ৩০ নভেম্বর ২০২২ তারিখ বরিশাল মহানগরীর এয়ারর্পোট এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৯.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মহানগরীর এয়ারর্পোট থানাধীন বরিশাল বিমানবন্দর এর স্টাফ কোর্য়াটার হতে অনুমান ২০ গজ উত্তরে বরিশাল হতে ঢাকা গামী মহাসড়কের উপর মাদক জাতীয় দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অদ্য ৩০ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১০ঃ১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ আজম হাওলাদার(৩৬), পিতাঃ মোঃ মালেক হাওলাদার, সাং- কাজীরচর, সাং-কাজীরচর, থানা-মুলাদী, জেলা-বরিশাল এ/পি-সাং-উত্তর রহমতপুর জনৈক লিটন কাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৫৯৯ (পাঁচশত নিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরিশাল মহানগরীর এয়ারর্পোট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana