শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

বন্যার্তদের পাশে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি

বন্যার্তদের পাশে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি

বার্তা ডেস্কঃ 
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের প্রাচীন ও শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর দুটি উপজেলায় বন্যার্তদের ক্রাণ বিতরণ করা হযেছে।
গত রবিবার (২৬জুন) বন্যায় ভুক্তভোগী প ১ হাজার ২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল ডাল তৈল আলু লবণ ও শুকনা খাবার।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির  জেনারেল সেক্রেটারী আবদুর রহমান খান জিহাদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতায় সমাজের বিত্তবানসহ সকলের এগিয়ে আসা উচিৎ। জাতীয় দুর্যোগ মোকাবেলায় সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
বিসিএস এর কাউন্সিলর ও ত্রাণ কমিটির সদস্য মোঃ জারাফাত ইসলাম বলেন, মনুষ্যত্ববোধ থেকেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।  আর এ কারণের বিসিএস সংগঠান ও এর সদস্যরা সব সময়ই প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর চেষ্টা করে। কারণ  অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করার অনুভূতিটাই আলাদা। এতে অন্য রকমের আনন্দ রয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস এর সদস্য আব্দুল মতিন এবং সহকারী ব্যবস্থাপক জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana